হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট বিভাগীয় সমাবেশের তিন দিন আগে হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত। গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলার বামৈ এলাকায় এ ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি. কে গউছ বলেন, ‘সিলেট বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার বিষয়ে লাখাই উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়।
‘আমাদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’