দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রান্তিক মানুষের কল্যাণ হয় সরকার এমন পদক্ষেপই নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন,  ‘আইএমএফ দেশ চালায় না, দেশ চালায় সরকার। আইএমএফ এর শর্ত না, দেশের জনগণের কথা ভেবেই সঠিক সিদ্ধান্ত নেবে সরকার। ’ 

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘জানুয়ারি নাগাদ চলমান ডলার সংকট কেটে যাবে। ’ তিনি বলেন, ‘অগ্রিম ঋণপত্র বা এলসি খোলায় কোনো বাধা নেই। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ’

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।

এ সময় এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী চার বছরের মধ্যে স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণ সম্ভব নয়। ’

এ অবস্থায় টেকসই বাণিজ্য নিশ্চিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদি কর্মকৌশল নেওয়ার তাগিদ দেন তিনি।