জনগণের ভোটে বাংলাদেশের পরবর্তী সরকার নির্বাচিত হবে- আইনমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: জনগণের ভোটে বাংলাদেশের পরবর্তী সরকার নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন , ২০১৮ সালে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছিল। পাঁচ বছর (পূর্ণ মেয়াদ) ক্ষমতায় থাকার পর আবারও নির্বাচন হবে। তখনও জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।