দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ সরকার দিনের ভোট রাতে নিয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংকে ডলার নাই, এলসি খোলা যাচ্ছে না, এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। কুমিল্লায় এ অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে।’ আজ শুক্রবার বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় বিএনপির বিভাগীয় সমাবেশ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা মারেননি, টাকা ব্যাংকে পড়ে আছে। তারেক রহমানকেও মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে। ফরমায়েশি রায়ে বেগম জিয়া ও তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।’

সরকারের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন লোডশেডিং মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু বিদ্যুতের জন্য এখন হাহাকার। মন্ত্রীরা বলছেন খেলা হবে, আমরা রাজনীতি করি, খেলা হবে তো গণতন্ত্র উদ্ধারের জন্য।’

ড. মোশাররফ আরও বলেন, ‘সমাবেশে লোক সমাগম ঠেকাতে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ সরকার দলের হেলমেট বাহিনীর হামলার শিকার হচ্ছেন নেতাকর্মীরা। ব্রাঞ্ছারামপুরে ছাত্রদল লিফলেট বিতরণকাল কনস্টেবল বিশ্বজিৎ কাছ থেকে গুলি চালিয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করেছে।’

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানেই এ পর্যন্ত আমাদের সমাবেশ হয়েছে সেখানে সরকারের হাইব্রিড নেতারা হামলা চালিয়েছে, কিন্ত সকল সমাবেশ সফল হয়েছে। আমাদের কাছে যে খবর আছে, এরই মধ্যে নগরী ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মী চলে এসেছেন। কুমিল্লার এ সমাবেশ হবে কুমিল্লায় স্মরণকালের বড় সমাবেশ।