কাতার বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: কাতার বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচ আজ। স্পেনের মুখোমুখি হচ্ছে জার্মানি। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে 'ই' গ্রুপের ম্যাচটি।
সারাবছর ভালো খেলা জার্মানি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারে না। এবারও গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা রয়েছে তাদের। এশিয়ার দেশ জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।
এবারের বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে তারা কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
ফর্মের বিচারে স্পেন এবার এগিয়ে। এমনকি মুখোমুখি সর্বশেষ লড়াইয়েও তাদের সামনে দাঁড়াতে পারেনি জার্মানি। উয়েফা নেশনস লিগে হেরেছিল ৬-০ গোলে।
তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।
ফিফা র্যাংকিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র্যাংকিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।
তাই আজ সেয়ানে সেয়ানে লড়াই প্রত্যাশা করতে পারেন ফুটবলপ্রেমীরা।