দ্য রিপোর্ট প্রতিবেদক: চারপাশের অনেকেরই বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি রয়েছে। শোবিজ অঙ্গনের তারকারাও এসব ফোবিয়ার উর্ধ্বে নন। তারকাদেরও নানা ধরনের ফোবিয়ায় ভুগতে দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এসব ভীতি বা ফোবিয়ার আলাদা আলাদা নাম আছে। এগুলো ঠিক রোগ না হলেও, স্বাভাবিক ঘটনাও নয়। সম্প্রতি বলিউড অভিনেতা অজয় দেবগন এমন এক ফোবিয়ার কথা জানিয়েছেন, যা সবাইকে অবাক করে দেবে!

 

একটি চ্যাট শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগন। সেখানে অজয় বলেন—‘আমি লিফটে উঠতে ভয় পাই।’ ভয়ানক স্মৃতি স্মরণ করে অজয় দেবগন বলেন, ‘একবার লিফট দিয়ে নিচে নামছিলাম। আকস্মিকভাবে তৃতীয়-চতুর্থ তলা থেকে লিফট বেইজমেন্টে নেমে যায়। তারপর ওই লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলাম। আর এ ঘটনা আমাকে মানসিকভাবে দারুণ আঘাত করেছিল। এখন লিফট আমাকে বদ্ধ পরিবেশে থাকার অস্বস্তিকর অনুভূতি দেয়, ফোবিয়ার মতো হয়ে গিয়েছে। যার কারণে সিঁড়িতে ওঠা-নামার সুযোগ থাকলে লিফট ব্যবহার করি না।’

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। গত ১৮ নভেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা ভারতজুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়েছে। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।

ঢাকা/শান্ত