দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্তমানে দেশের সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এইডসে আক্রান্ত রয়েছেন। খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৯ হাজার ৬৮০ এইডস রোগীকে শনাক্ত করা গেছে।

এর বাইরে আরও ৪ হাজার রোগী আছেন, যাদের শনাক্ত করা যাচ্ছে না। শনাক্ত না হওয়াদের চিকিৎসা নেওয়া উচিত। ’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী ও তাদের পরিবারে মাঝে এইডস আক্রান্তের হার বেশি। সবচেয়ে বেশি ঢাকা এবং চট্টগ্রামে। বিদেশে যাওয়ার সময় যেমন এইডস টেস্ট বাধ্যতামূলক, তেমনি দেশে ফিরে আসার সময় আবার এইডস টেস্ট করা প্রয়োজন। ’

এইডসে আক্রান্তদের চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসা নিলে পরিবার রক্ষা পাবে। ’ এ সময় সামাজিকভাবে এইডস আক্রান্তদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আহ্বান জানান তিনি।

পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এইডসে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে। যে কোনো সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পেতে পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত জীবনধারণ করতে হবে। ’

মহামারি করোনাভাইরাসের কথা টেনে তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আমরা সফল। আজ থেকে যে ক্যাম্পেইন শুরু হয়েছে তাও আওতায় ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। ’

সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তবে চীন ও জাপানে আবার বাড়ছে। আমাদেরও সচেতন থাকা উচিত। ’