দ্য রিপোর্ট ডেস্ক :বিশ্বকাপে ছন্দে থাকা ব্রাজিল ক্যামেরুনের বিপক্ষে গিয়ে খেতে হলো হোঁচট। তাতে অবশ্য বড় সমস্যা হয়নি দলটির।

 

 

‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফাই করেছে শেষ ষোলোয়। একই গ্রুপের আরেক খেলায় সার্বিয়াকে হারিয়ে সেলেসাওদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড।

ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ ‘জি’-তে চ্যাম্পিয়ন হওয়া দল খেলবে গ্রুপ ‘এইচ’-এর রানার্স-আপ দলের সঙ্গে। আর গ্রুপ ‘জি’-তে রানার্স-আপ হওয়া দল মুখোমুখি হবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে।

সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জি’র চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ এইচ’র রানার্স-আপ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সোমবার (৫ ডিসেম্বর) স্টেডিয়াম ৯৭৪’এ বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি অনুষ্ঠিত হবে। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ’র চ্যাম্পিয়ন দল পর্তুগাল মোকাবেলা করবে গ্রুপ জি’র রানার্স-আপ সুইজারল্যান্ডকে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।