দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

 

ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গপোসাগরের গভীরে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।


ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।