পল্টনে কোনো অনুমতি দেওয়া হয়নি - ডিসি মতিঝিল
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য পল্টনে কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে তিনি এ কথা জানান।
এদিন সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই পুলিশের ওই কর্মকর্তা পল্টনে অনুমতি দেওয়ার বিষয়টি নাকচ করে দেন।
হায়াতুল ইসলাম বলেন, বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে সমাধান হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সেসময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল, পরে আমরা সেটি না করে দিয়েছি।