সমাবেশে না এসেও মঞ্চে আছেন খালেদা জিয়া ও তারেক রহমান
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি'র ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত না থাকলেও মঞ্চে তাদের জন্য দুটি চেয়ার খালি রাখা হয়েছে।
তবে তাদের সম্মানে সমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে প্রধান দুটি চেয়ার রাখা হয়েছে। চেয়ার দুটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে।
অন্যদিকে মঞ্চের ব্যানারে বামপাশে অবস্থান পেয়েছে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মারা যাওয়া নেতাকর্মীদের ছবি।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের জন্য তৈরি করা মঞ্চে এমন দৃশ্যই দেখা গেছে।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণের আগেই এমনটি করা হয়। পরে কেন্দ্রীয় ও মহানগরীয় নেতারা পাশের চেয়ারে বসেন।
আজ সমাবেশে শুধু এ দুজনই নয়; উপস্থিত নেই দলটির অনেক কেন্দ্রীয় নেতা।
এ বিষয়ে কয়েকজন নেতাকর্মী জানান, এই গণসমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে চায় নেতাকর্মীরা। আমরা মনে করতে চাই না তারেক রহমান ও খালেদা জিয়া আমাদের মঞ্চে নেই। তারা সবসময় আমাদের সঙ্গেই আছেন, আমাদের মঞ্চে এই অবস্থান করছেন।
তারা জানান, সরাসরি উপস্থিত না থাকলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই ঢাকা মহানগরের এই গণসমাবেশে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মঞ্চে রাখায় সমাবেশে আগত নেতাকর্মীরা উজ্জীবিত।
শনিবার সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতার শুরু হবে। এরই মধ্যে মঞ্চ ও বিএনপি নেতাকর্মীদের দিয়ে গোলাপবাগ মাঠে কানায় কানায় পূর্ণ হয়েছে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।