পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীর পল্টন এলাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীর পল্টন এলাকা। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন এলাকায় তিন শতাধিক পুলিশ সদস্য রয়েছে। সেখানে সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়াও যারা ওই এলাকার বাসিন্দা, তাদেরকেও বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
নাইটিঙ্গেল মোড় দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ সদস্যরা জানান, সেখানে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা রয়েছে। তাই সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে গত বুধবার বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের সময় থেকেই পুরো নয়াপল্টন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। বৃহস্পতিবার কিছু সময়ের জন্য ব্যারিকেড ওঠালেও সারাদিন মূল রাস্তা বন্ধ ছিল।
আজ সকাল সাড়ে ১০টায় গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। তবে আজও তালাবদ্ধ রয়েছে বিএনপি কার্যালয়।