দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে প্রবাসী বাংলাদেশীদের সতর্ক থাকার নিদেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভ্রান্ত ধারণা যেন জনমনে যেন প্রভাব না ফেলে সে কারণে দেশের রাজনৈতিক ঘটনা সম্পর্কে সারা বিশ্বে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনর অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এটা দুঃখজনক যে বিদেশি দূতাবাসগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট নাক গলায়।

এটা মোটেও সমুচিত নয়। এর আগে বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমরা সেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

আলোচনা শেষে অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র করকে সভাপতি ও এডভোকেট আবু নাসের স্বপনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্ট বার শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করা হয়।