রাষ্ট্রধ্বংসকারীরা দেশ মেরামতের কথা বলছে- তথ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: যারা রাষ্ট্রকে ধ্বংস করেছে তারাই আবার রাষ্ট্র মেরামতের কথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠান শেষে বিএনপির ২৭ দফার রূপরেখার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির আমলে দেশ পর পর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার দেশকে দুর্নীতি মুক্ত করার কথা বলে।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক ঘটনা নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিদেশি কূটনীতিকরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছেন। তাদেরকে জেনেভা কনভেনশন মেনে চলা উচিত।