ওবায়দুল কাদেরের মন্তব্য অতিরঞ্জিত আর অসত্য- ড. খন্দকার মোশাররফ
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যকে অতিরঞ্জিত আর অসত্য বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব বলেন।
মোশাররফ আরও বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। সেইসাথে দেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গ্রেপ্তার করে বিএনপিকে দমন করা যাবে না। আন্দোলন সফল করে সরকারের পতন ঘটানো হবে।
মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের আমলে রক্ষীবাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল তারাই।
তিনি আরও বলেন, আমাদের ১০ দফার মূলকথা ছিল এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। এর কারণ- এ দেশের মানুষ যাতে নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে। এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।