দ্য রিপোর্ট প্রতিবেদক:  আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে যোগ দিতে বিএনপির তিন নেতাকে আনুষ্ঠানিকভাবে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হলেও সম্মেলনে তারা যাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আজ ঢাকার বাইরে বিএনপির পূর্বনির্ধারিত গণমিছিল কর্মসূচি থাকায় সেখানে যোগ দিতে আমন্ত্রিত নেতারা ঢাকার বাইরে চলে গেছেন।

প্রিন্স বলেন, ‘এ মুহূর্তে সম্মেলনে যাওয়ার চেয়ে গণমানুষের মুক্তির লক্ষ্যে সরকারের পদত্যাগসহ বিএনপির ১০ দফা দাবিতে গণমিছিলে যাওয়াই যুক্তিসংগত।’

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র নিয়ে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধি দল।

বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্মেলনের দাওয়াত কার্ড দিয়ে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স কার্ড গ্রহণ করেছেন। বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল আমাদের সম্মেলনে উপস্থিত থাকুক।