দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। আজই বিকেল সাড়ে ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৯৫৭ জন।

 

এ নির্বাচনের মাধ্যমে সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে। এ নির্বাচনে সাদা দল থেকে ১৫ জন এবং নীল দল থেকে ১৫ জনের প্যানেল চূড়ান্ত হয়। তবে এর বাইরে নীল দলের স্বতন্ত্র প্রার্থী (সভাপতি) হিসেবে নির্বাচনে থাকবেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।

নির্বাচন পরিচালক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার নির্বাচনের সার্বিক বিষয়ে বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন। যথাসময়ে সুন্দর পরিবেশে নির্বাচন শুরু এবং শেষ করতে পারব বলেই আমরা আশাবাদী। ১৫টি পদের জন্য লড়বেন মোট ৩১ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার হলো ১ হাজার ৯৫৭ জন। অন্তত ১৫০০ জন শিক্ষক তাদের গুরুত্বপূর্ণ ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।