দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের ক্রিকেটে রাসেল ডমিঙ্গো অধ্যায়ের সমাপ্তি হলো। ই-মেইলে মঙ্গলবার বিসিবিকে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এরপর বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। আর এতে প্রোটিয়া এই কোচের সঙ্গে তিন বছর চার মাসের যাত্রা বিসিবির।

 

রাসেল ডমিঙ্গো পদত্যাগ করার পর থেকে নতুন কোচ কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। খবর ছড়িয়েছে- টাইগারদের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফিরতে পারেন আবারও। আরও দুজন অবশ্য আছেন এই দৌড়ে- একজন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, আরেকজন অস্ট্রেলিয়ার মাইক হাসি।

কোচ হিসেবে বিসিবি এমন একজনকে চাচ্ছেন যে কি-না মনেপ্রাণে চিন্তা করবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বিসিবির এমন চাওয়ার সাথে মিল রেখে টাইগারদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হাথুরুসিংহে।

কোচ হিসেবে হাথুরুসিংহে বেশ কর্তৃত্বপরায়ন ও দায়িত্ব সচেতন- তার প্রমাণ তিনি আগেও দেখিয়েছেন। যার কারণে হাথুরুসিংহেকে হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি। এছাড়া বাংলাদেশে আগে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় বাংলাদেশের সবাইকে চেনেন তিনি।

এজন্যই অজি তারকা মাইক হাসি ও দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনারের চেয়ে হেড কোচের দৌড়ে হাথুরুসিংহের সম্ভাবনাই আপাতত বেশি।