কমেছে রাইট ও আইপিও"র পরিমান
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী বছরে পুঁজিবাজার মন্দা থাকায় কমেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইট শেয়ার ইস্যুর পরিমাণ। ২০২২ সালে আইপিওর মাধ্যমে ৬টি কোম্পানি মাত্র ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করে। যেখানে ২০২১ সালে ১৯টি কোম্পানি ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করেছিল।
ডিএসই ওয়েবসাইত সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০২২ সালে ৬টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করে৷ এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ৮৭ কোটি ৫২ লাখ টাকা।
এছাড়াও ১টি পারপিচ্যুয়াল বন্ড এবং ১টি মিউচ্যুয়াল ফান্ড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এবং ১ পারপিচ্যুয়াল বন্ড প্রাইভেট প্লেসম্যান্টের মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে৷
অপরদিকে, ২০২১ সালে ১৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ১৪টি কোম্পানি (৩টি কোম্পানির প্রিমিয়ামসহ) ১ হাজার ২৩৩ কোটি ৩৬ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷ একটি সুকুক বন্ড ৪২৫ কোটি এবং ৪টি পারপিচ্যুয়াল বন্ড ২,০০০ মিলিয়ন মূলধন সংগ্রহ করেছিল৷
২০২২ সাল ১টি কোম্পানি ১ কোটি ৯ লাখ ৮০ হাজার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷
অপরদিকে ২০২১ সালে ২টি কোম্পানি ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৫১.৮৪ মিলিয়ন রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৭৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা মূলধন সংগ্রহ করে৷ এর প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করে ২৫ কোটি ৯২ লাখ টাকা।