বছরজুড়ে বেড়েছে ব্লকে লেনদেনের পরিমান
দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বছরের ব্যবধানে লেনদেন ২০২ কোটি টাকা বেড়েছে।
জানা গেছে, ২০২২ সালে শেষ কার্যদিবস ব্লক মার্কেটে লেনদেন দাঁড়ায় ১৪ হাজার ২৫৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২১ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ০৫১ কোট ০৮ লাখ ৩০ হাজার টাকার। হিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন ২০২ কোটি ১১ লাখ ২০ টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।