বিএনপিকে মোকাবেলা করা কঠিন কাজ নয় - তথ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপিকে মোকাবিলা করা কোনো কঠিন কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চলতি বছরও দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করবে। তা কী করতে চায় বা কী করতে পারে, সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটাই আছে। তাদেরকে মোকাবিলা করা কোনো কঠিন কাজ নয়।
তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু তারা নিজেই বেকাদায় পড়েছে। বিএনপির সঙ্গে জনগণতো দূরের কথা, তাদের নেতাকর্মীরাও নেই।
হাছান মাহমুদ বলেন, বিশ্বে সংকটময় পরিস্থিতি চলছে। হঠাৎ চীনসহ কয়েকটি দেশে করোনা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। এ রকম চ্যালেঞ্জ আমরা আগেও মোকাবিলা করেছি। শেখ হাসিনার নেতৃত্বে এ বছরও চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব।
তিনি বলেন, মানুষ এখন শতভাগ বিদ্যুৎ সুবিধা পায়। যে রাস্তায় রিকশা নিয়ে চলা দুষ্কর ছিল, সেখানে এখন গাড়ি চলে। বিষয়গুলো মানুষ ভুলে গেছে। তাদেরকে মনে করিয়ে দিতে আমি গণমাধ্যমের সহযোগিতা চাই।