দ্য রিপোর্ট প্রতিবেদক:  মার্কিন রাষ্ট্রদূতের সফরের পর নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন বাসায় গিয়েছে জাতিসংঘের প্রতিনিধিদল। মঙ্গলবার (৩ জানুয়ারি) সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহীনবাগের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

 

প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন। এ সময় তারা সাজেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

২০১৩ সালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বোন সানজিদা ইসলাম জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কোনো চাপ কিংবা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না এসব বিষয়ে খোঁজ নিয়েছেন জাতিসংঘের সদস্যরা।

এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান। ওই দিন বের হওয়ার পথে মার্কিন দূতের পথ আটকে কয়েকজন স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় মার্কিন দূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।