পেলেকে শ্রদ্ধা জানানোর সময় সেলফির ব্যাখা দিলেন ফিফা সভাপতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: সান্তোসের ১৪ তলা 'নেক্রোপোল একুমেনিকা' সিমেট্রি। মঙ্গলবার এখানেই ফুটবলের রাজাকে সমাহিত করা হয়েছে। লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল শেষ বিদায় নিলেন ব্রাজিলিয়ানদের আদরের 'ও রেই'। তার আগে শেষ বিদায় জানানোর জন্য পেলের মরদেহ আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল।
সোমবার পেলের খোলা কফিনের সামনে সেলফি তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার সেলফিতে ছিলেন না পেলের পরিবারের কেউ। সমালোচনাটা হয়েছে এ কারণেই। তার সেলফিতে ছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের কর্তাব্যক্তিরা
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষানলের মুখে পড়েন বৈশ্বিক ফুটবল সংস্থার প্রধান। এবার তাকে নিয়ে সমালোচনা করায় হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো, সেই সঙ্গে দিয়েছেন সেলফির ব্যাখ্যাও।