নারীরা দেশের সর্বক্ষেত্রে অবদান রাখছে- শিক্ষামন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। নারীদের সহযোগীতার কারণেই কর্মক্ষেত্রে সাফল্য অর্জন সহজ হচ্ছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, নারীরা দেশের সর্বক্ষেত্রে অবদান রাখছে।
প্রশাসন থেকে শুরু করে খেলার মাঠ সব ক্ষেত্রে নারী। নারীর অগ্রণী ভূমিকা সরকারের ভিশন বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নারীদের সাফল্যের মূল কারণ শিক্ষা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নারীদের শিক্ষায় আগ্রহ বেড়েছে, দেশ ছাপিয়ে উচ্চ শিক্ষা অর্জন করছে নারীরা।
এ ছাড়া নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ডা. দীপু মনি। বলেন, প্রত্যেক নারীই কোনো না কোনোভাবে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখে। তাই নারীদের সমান সম্মানিত ভাবার আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সামাজিক কাজের প্রশংসা করে তাদের পাশে থাকার আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। পরে পুনাকের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।