অভিষেকের অপেক্ষায় বেইলি

দিরিপোর্ট২৪ ডেস্ক: অপেক্ষার প্রহর শেষ হয়েছে জর্জ বেইলির। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। তার সঙ্গে ৩ বছর পর দলে ফিরেছেন মিচেল জনসন।
অস্ট্রেলিয়ার ৪৩৫ তম টেস্ট ক্রিকেটার হিসেবে আসন্ন অ্যাশেজের জন্য দলে অন্তর্ভুক্ত হয়েছেন জর্জ বেইলি। গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্ম করতে না পারলেও সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে টোয়েন্টি২০তে ভালো খেলেছেন তিনি।
প্রথম টেস্টে ৬ নাম্বারে ব্যাট করতে পারেন বেইলি। ৩১ বছর বয়সী বেইলি ৯৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬০১১ রান করেছেন।এর মধ্যে ১৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ওয়ানডেতে ভালো পারর্ফম করে নির্বাচকদের মন জয় করেনিয়েছেন বেইলি। জাতীয় নির্বাচক জন ইনভারেরিটি বলেছেন ‘ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের কারণেই দলে জায়গা পেয়েছে বেইলি।’
এছাড়া ৩ বছর পর স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার মিচেল জনসন। এছাড়া দলে অন্তর্ভুক্ত হয়েছেন রায়ান হ্যারিস এবং পিটার সিডল।
২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে আশেজ সিরিজের প্রথম টেস্ট।
স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্রিস রজার্স,ডেভিড ওয়ানার, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, জর্জ বেইলি, ব্রাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, পিটার সিডল, রায়ান হ্যারিস ও নাথান লিও।
(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ১২, ২০১৩)