দ্য রিপোর্ট ডেস্ক: চীনে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২২ জন।

রোববার (৮ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে এ ঘটনা ঘটে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে, সেখান ঠিক কী ঘটেছে, তা জানতে তদন্ত করা হচ্ছে।

এ দিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের ধীরগতিতে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশে বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।