বাংলা একাডেমীতে ‘হে ফেস্টিভ্যাল’
দ্য রিপোর্ট২৪প্রতিবেদক : ঢাকার বাংলা একাডেমীতে তৃতীয়বারের মত শুরু হচ্ছে সাহিত্য আয়োজন ‘হে ফেস্টিভ্যাল’। এই উৎসব চলবে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত।
বাংলা একাডেমীর এক সংবাদ সম্মেলনে সোমবার উৎসবের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। বৃহস্পতিবার সকাল নয়টায় একাডেমির নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবারের উৎসবে অংশ নেওয়ার জন্য কোন নাম নিবন্ধনের প্রয়োজন হবে না। সাহিত্য অনুরাগী যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন। উৎসবের আয়োজন করেছে হে উৎসব উদযাপন কমিটি। উৎসবের টাইটেল স্পনসর ডেইলি স্টার। অনুষ্ঠানকেন্দ্র দিয়ে সহায়তা করছে বাংলা একাডেমি। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি ঈশিতা আহমেদ, কাজী আনিসআহমেদ ও সাদাফ সায্ সিদ্দিকী।
এবারের উৎসবে চারটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা অংশ নেবে। তিনদিনের অনুষ্ঠানে বিভিন্ন ভাষার সাহিত্যবিষয়ক সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা আয়োজন থাকবে। এবারের অনুষ্ঠানে আদিবাসী সাহিত্য নিয়েও অধিবেশন থাকবে। এছাড়া লালনের গানের অনুষ্ঠান ও শিশুদের জন্যেও থাকবে বিশেষ অনুষ্ঠান।
(দ্য রিপোর্ট২৪/কেএম/নভেম্বর ১২, ২০১৩)