বাইডেনের ব্যক্তিগত কার্যালয়ে অতি গোপনীয় নথি ছিলো
দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক ব্যক্তিগত অফিস ও বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিগুলোর কয়েকটি ‘অতিগোপনীয়’। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, বাইডেনের অফিস ও বাসা থেকে প্রায় ২০টি নথি উদ্ধার করা হয়।
এর মধ্যে অফিসে পাওয়া প্রায় ১০টি নথির মধ্যে ছিল ‘অতিগোপনীয়’ নথিগুলো। তার ডেলাওয়ারের বাসায়ও প্রায় ১০টি নথি পাওয়া গেছে, তবে সেগুলো অতিগোপনীয় নয়। বলা হচ্ছে, অতিগোপনীয় নথিগুলো কোনোভাবে ফাঁস হয়ে গেলে ‘ভয়াবহ ক্ষতি’ হতে পারত।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাইডেন। গোপন নথিগুলো সেই সময়ের। আইন অনুযায়ী, চাকরি শেষ হলে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের স্বেচ্ছায় দাফতরিক নথি ও গোপন দলিলপত্র জমা দিতে হয়। তবে বাইডেনের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ শেষের পরও এসব নথি জমা দেওয়া হয়নি।
নথি উদ্ধারের বিষয়ে বাইডেন বলেছেন, ‘আমি গোপন নথি ও জিনিসপত্র উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। বিষয়টি নিয়ে বিচার বিভাগকে আমরা পূর্ণ সহযোগিতা করছি।’
এর আগে মঙ্গলবার তিনি বলেছিলেন, ‘নথিগুলো পাওয়ার তথ্য আমাকে জানানো হয়েছে। ওই অফিসে সরকারি কোনো নথি নেওয়া হয়েছে, এমনটা জানতে পেরে আমি বিস্মিত হয়েছি। তবে আমি জানি না, ওই সব নথিতে কী আছে।’