নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৬
দ্য রিপোর্ট ডেস্ক: নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রয়টার্স জানায়, রোববার (১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
এনডিটিভি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। নতুন ও পুরোনো বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে উড়োজাহাজটিবিধ্বস্ত হয়।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলাএএফপিকে বলেন, জানি না এখনও কেউ বেঁচে আছে কি না।
নেপালের ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র জানান, ৭২ আরোহীর মধ্যে ১০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাছে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা তা নেভাতেকাজ করে যাচ্ছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।