দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটানোর দায়ে রাজধানী থেকে চারজনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

সম্প্রতি এ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (তদন্ত) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিম্নে বর্ণিত আসামিদের কে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণায় লিপ্ত ছিল। জিজ্ঞাসাবাদ দ্বারা তাদের অপকর্মের কথা স্বীকার করে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের বিষয়ে ডিবি কর্তৃক অভিযান চলমান আছে। এ বিষয়ে ডিএমপি ঢাকার গুলশান থানায় মামলা নং-০১ তারিখ-০৫/০১/২০২৩ ধারা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৫ রুজু করা হয়।

আসামিরা সবাই ব্যাংকার তারা হলেন, মোঃ সাইদ উল্লা, মোঃ মোশাররফ হোসেন, শহিদুল্লাহ মজমুদার, ক্যাপ্টেন (অবঃ) হাবিবুর রহমান ব্যাংকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু লোককে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ কর্মকর্তা কিছু ব্যক্তিকে সনাক্ত করা হয়। তাছাড়া তাদের দেওয়া তথ্য মতে আরো কিছু কর্মকর্তাকে সন্দেহের মধ্যে রেখে অধিকতর তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে তথ্য প্রাপ্ত অভিযোগের প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।