ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯ জন ঢাকায় এবং ২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৬ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।