বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না- মায়া
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ এখনও মাঠে নামেনি, নামলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
আওয়ামী লীগ এখনও মাঠে নামেনি, নামলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে মায়া বলেন, বাড়াবাড়ি করবেন না। আগুন নিয়ে খেলবেন না। যেই স্বপ্ন দেখেন, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। কারণ আপনারা ভোটে বিশ্বাস করেন না। ভোটে বিশ্বাস করতে হবে। ক্ষমতায় যেতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। তা না হলে ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তা নেই। আপনারা নির্বাচনে আসবেন, তবে নাকে খদ দিয়ে। যদি ক্ষমতায় যেতে হয়, নাকে খদ দিয়েই নির্বাচনে আসতে হবে।
মায়া বলেন, আওয়ামী লীগ এখনো মাঠে নামে নাই, কেবল মাত্র মহড়া দিচ্ছে। একটু হাঁক ডাক দেই আরকি। তাতেই বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির কী হবে? তারা বলছে, গণঅভ্যুত্থান করবে। গণঅভ্যুত্থান করতে তো মানুষ লাগে। কিন্তু বিএনপির সাথে কোনো জনসম্পৃক্ততা নেই। আওয়ামী লীগ মাঠে নামলে গণঅভ্যুত্থান তো দূরের কথা বাটি চালান দিয়েও পাওয়া যাবে না বিএনপিকে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি বাইচান্সে রাজনীতি করে। বিএনপি বলে গণঅভ্যুত্থান করবে, গণঅভ্যুত্থান করলে জনগণ লাগে। মানুষের ভালোবাসা লাগে। এখন পর্যন্ত ওরা নয়াপল্টন আর গরুর হাট ছাড়া কোথাও যেতে পারল না। এই স্বপ্ন দেখে লাভ নেই। এখনও সময় আছে। তবে এখন নরম সুর হয়েছে। তারা চুপসে গেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন, আপনারা সবাই প্রস্তুত আছেন আন্দোলনের জন্য? হ্যাঁ, রাজপথে থাকতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে।