বেসামরিক প্রশাসনের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেনাবাহিনীর - সেনাপ্রধান
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিভিল প্রশাসনের সাথে কাজ করতে সেনাবাহিনী আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের আলোচনা শেষে এ মন্তব্য করেন সেনা প্রধান। তিনি বলেন, বেসামরিক প্রশাসনের সাথে আগের চেয়ে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সেনাবাহিনীর। দুই বিভাগের কাজের ধরনে পার্থক্য আছে।
তিনি বলেন, কর্মপদ্ধতির পার্থক্যের কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে। নিজেদের স্বকীয়তা বজায় রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বেসামরিক প্রশাসনের সাথে একসাথে কাজ করছে সেনাবাহিনী। সেনাপ্রধান জানিয়েছেন, বন্যার সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জেলা প্রশাসকরা।
মিয়ানমার সীমান্ত ও জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিষয়গুলো নিয়ে কোন আলোচনা হয়নি ডিসি কনফারেন্সে।