রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলা
দ্য রিপোর্ট ডেস্ক: পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ইচ্ছাকৃতভাবে কিয়েভ বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ মস্কোর। ইউক্রেনীয় বাহিনীর এই হামলায় ১৪ নিহত ও হাসপাতালের কর্মী ও রোগীসহ অন্তত ২৪ জন আহতের দাবি তাদের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সরবরাহকৃত হিমরাস রকেট দিয়েই এ হামলা চালানো হয়।
এতে আরও বলা হয়, হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে কিয়েভ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।
সর্বশেষ কয়েক মাস ধরে হাসপাতালটিতে বেসামরিক ও আহত সেনা সদস্যদের চিকিৎসা করা হতো বলেও বিবৃতিতে বলা হয়।