দ্য রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনাকবলিত বাসটি ছিল কোরিয়ানকা ট্যুর কোম্পানির। যাত্রী নিয়ে বাসটি পেরুর লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসের দিকে যাচ্ছিল। বাসটি অর্গানোস শহরের কাছে এসে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং অন্যরা ভেতরে আটকা পড়েছিল।

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।