হজ প্যাকেজ ঘোষনা করলো ধর্ম মন্ত্রণালয়
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে বলে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এবার বাংলাদেশ থেকে কোটা অনুযায়ী এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন বলে জানান প্রতিমন্ত্রী।
গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে।
এবার বিমান ভাড়া বৃদ্ধি, ডলার সংকট, রিয়ালের দাম বৃদ্ধি, মুয়াল্লিম ফি বৃদ্ধিসহ বিভিন্ন কারণে খরচ এক লাখের বেশি বেড়েছে।