মার্চে বিদ্যুতের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচ মৌসুম ও গরমের কারণে মার্চে বিদ্যুতের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। আদানীর বিদ্যুৎ সহ আরও কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহ থেকেই ভারতের আদানী গ্রুপের কাছ বিদ্যুৎ পাওয়া যাবে। আন্তর্জাতিকভাবে আদানী নিয়ে যে বিতর্ক আছে, এর প্রভাব এক্ষেত্রে পড়বে না।
তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেবার চেষ্টা করা হচ্ছে যেন ফেব্রুয়ারির শেষ থেকে বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকে। আদানীর বিদ্যুৎ ঠিক সময়েই আসবে এবং এতে কোনো সমস্যা হবে না। সেইসাথে কয়লাও বাজার মূল্য অনুযায়ী আসবে।