দ্য রিপোর্ট প্রতিবেদক: পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করা হয়েছে। একই সঙ্গে একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। আইন না মানা ও মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় এই মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির সদস্য মশিউর রহমান রাঙ্গার টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে মোট ৭৬টি (এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত পাঁচটি) বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে আইন না মানায় ও মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় পাঁচটি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

কার্যত্রম স্থগিত করা মেডিকেল কলেজগুলো হলো, নাইটিংগেল মেডিকেল কলেজ (আশুলিয়া), নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (ঢাকা), নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ (রংপুর), আইচি মেডিকেল কলেজ (উত্তরা) এবং শাহ মখদুম মেডিকেল কলেজ (রাজশাহী)। অনুমোদন বাতিল করা হয়েছে কেয়ার মেডিক্যাল কলেজের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এবং বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমারা ২০১১ (সংশোধিত) অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার মান তদারক করা হয়। বর্ণিত মেডিকেল কলেজগুলো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।