তুরস্ক-সিরিয়া ভূমিকম্প,নিহত ৩৬০০ ছাড়ালো
দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় তিন হাজার ৬০৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ২ হাজার ৩১৬ জন। অন্যদিকে, সিরিয়ায় মারা গেছে ১ হাজার ২৩৯ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এটিই ছিল প্রাণহানির সর্বশেষ পাওয়া তথ্য।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক ও সিরিয়ায় অভিযান অব্যাহত আছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, স্থানীয় সোমবার (৬ এপ্রিল) ভোররাত ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আগাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
৮৪ বছরের মধ্যে তুরস্ক এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। সবশেষ ১৯৩৯ সালে উত্তর-পুর্ব তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমীতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।সুত্র আলজাজিরা