সবার কাছে আশীর্বাদ চাইলেন সিদ্ধার্থ ও কিয়ারা
দ্য রিপোর্ট ডেস্ক:বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল হয় এ তারকা জুটির।
এ দিন রাত ১১টায় নিজেরে ভেরিফাইড পেইজেসিদ্ধার্থ লেখেন, ‘আব হামারি পার্মানেন্ট বুকিং হোগায়া হে।’ এর অর্থ, এবার আমাদের স্থায়ী নিবন্ধন হয়ে গেছে।
এ সময় স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই তারকা সবার কাছে আশীর্বাদ ও ভালোবাসা চেয়েছেন।
এর আগে, বিকেলে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড়ের ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ হোটেলে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন সিড-কিয়ারা। বিয়েতে দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি।
সোমবার সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান ছিল। তবে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না, সেটা আগেই জানিয়েছিলেন হোটেল স্টাফরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কোনো ছবিও শেয়ার না করতে জানিয়ে দেওয়া হয়েছিল।
শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রাসহ বলিউডের সব জনপ্রিয় তারকারা বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ে রাজস্থানে হলেও আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
প্রসঙ্গত, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই একে অপরের প্রেমে পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর এ জুটির প্রেম এবং বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলিপাড়ায়। অবশেষে সব উপেক্ষা করে ভালোবাসার পরিণয় হলো এই যুগলের।