বাংলাদেশে আসছে চীনের অর্থায়নে আরো মেগা প্রকল্প
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ অদূর ভবিষ্যতে চীনের অর্থায়নে আরও মেগা প্রকল্প দেখতে পাবে।
"চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলসহ চীনের অর্থায়নে অনেক মেগা প্রকল্প এই বছরেই শেষ হবে। আমরা শিগগিরই বাংলাদেশে আরও মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য আলোচনা করছি।"
রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের অংশ হতে চায়।
ঢাকায় পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ আনতে চীন সরকার আগামী মাসে ঢাকায় একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
ওয়েন বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে 7.1 শতাংশ প্রবৃদ্ধি একটি অলৌকিক ঘটনা এবং এর কৃতিত্ব দেশটির প্রধানমন্ত্রী এবং সাধারণ জনগণের কঠোর পরিশ্রমকে যায়।
রাষ্ট্রদূত বলেন, তার সরকার আইসিটি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে চায়।
রোহিঙ্গা সংকট সম্পর্কে তিনি বলেন, সংকট সমাধানে চীন অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে।
তিনি বলেন, গত ছয় বছর ধরে রোহিঙ্গা সংকট বেশ জটিল।
তিনি বলেন, সংকট সমাধানে চীন স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে চীন-বাংলা বন্ধুত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।