দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিএনএন’র লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

সিএনএনের তথ্যমতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ১৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ১৪ হাজার ১৪ এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অংশ নিয়েছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে, বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।