দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ শান্তি সমাবেশ এবং বিএনপি করবে পদযাত্রা। কর্মসূচি ঘিরে দু’দলই এদিন রাজপথে ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিতে চায়। তৃণমূলে দুটি বড় রাজনৈতিক দলের এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও দুটি দলই বলছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।

নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলো পদযাত্রা করবে। অন্যদিকে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। ইতোমধ্যেই ক্ষমতাসীন দলটিকে পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এই শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং জনপ্রতিনিধিরা সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে, তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে। বিএনপি কর্মসূচি দিচ্ছে, তারা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছে। বিএনপি কর্মসূচি দিচ্ছে, তারা নাকি শান্তি কর্মসূচি দিচ্ছে। আমরা বলতে চাই, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেওয়া চলবে না। লক্ষ্য জনতা রাস্তায় নেমে প্রমাণ করেছে–গুলি করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে গণজোয়ার বন্ধ করা যাবে না। ’ তিনি বলেন, ‘যতই পাল্টা কর্মসূচি দেন, শান্তি সমাবেশ দেন–আপনারা জনগণের কাছে হাস্যকর হিসেবে পরিচিতি হয়েছেন। দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে। ’ পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা।