দ্য রিপোর্ট প্রতিবেদক: মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছে নির্বাচক কমিশন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাঁকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয়েছে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচক কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ সাহাবুদ্দিনের মনোনয়নপত্র বৈধ। আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইন মোতাবেক তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হিসেবে তার নাম দাখিল করেন।