দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনার দৌলতপুর থেকে মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে অপহরণের ঘটনা সাজানো বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই এ নাটক সাজানো হয়েছে।

সোমবার সকালে খুলনা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, 'বেশ আগ থেকেই পরিকল্পনা করে রহিমা বেগমের নিখোঁজের নাটক সাজিয়েছিলেন তার মেয়ে মরিয়ম মান্নান। এর সঙ্গে তার আরেক মেয়ে আদুরি আক্তারও জড়িত। মূলত জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসাতে ওই পরিকল্পনা করা হয়।'

এই অপরাধে রহিমা বেগম ও তার দুই মেয়ে আদুরী আক্তার ও মরিয়াম মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সুপারিশ করেছে খুলনা পিবিআই।

তদন্ত প্রতিবেদনে রহিমা বেগমের ৫ প্রতিবেশীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থেকে রহিমা বেগম নিখোঁজ হন বলে অভিযোগ করেন তার সন্তানেরা। পর দিন মামলা করেন রহিমার মেয়ে আদুরী আক্তার। মায়ের খোঁজ পেতে মরিয়ম মান্নানের আকুতি ফেসবুকে ভাইরাল হলে সারা দেশে এ নিয়ে আলোচনা চলে।

পরে ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরে বোয়ালমারীতে এক পরিচিত ব্যক্তির বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করে পুলিশ।