দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল ইসলাম রাজের সন্তান শাহীম মোহাম্মদ রাজ্যের বয়স ছয় মাস পূর্ণ হয়েছে গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার। ছেলে সন্তানদের সাধারণত ছয় মাসে মুখেভাত দেওয়ার প্রচলন আছে আমাদের দেশে।

 

তবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চার দিন পিছিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে ছেলে রাজ্যের মুখেভাতের আয়োজন করেছিলেন রাজ-পরী দম্পতি। সেই আয়োজনে আমন্ত্রিত ছিল একঝাঁক পথশিশু।

অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাতে বেশকিছু ছবি নিজের ফেসবুকের পাতায় শেয়ার করেন পরীমনি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!’