দ্য রিপোর্ট প্রতিবেদক: আগে থেকেই  বিপিএলে তিনবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার সেই রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে গেল তারা। বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে মাশরাফি বিন মর্তুজার সিলেট সিক্সারসকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা উৎসব করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 

 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি হয় সিলেট। মুকুটের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিকুর রহিম। জবাবে ব্যাট করতে নেমে জনসন চার্লসের অপরাজিত ৭৯ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।