দ্য রিপোর্ট প্রতিবেদক: খেলা সময়মতোই শুরু হবে, তখন আর সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, সরকার দেশে জনগণের সব সাংবিধানিক অধিকার হরণ করে কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা আমরা কিছুতেই সফল হতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই চলছে। আশা করি, এই লড়াইয়ে আমরাই বিজয়ী হব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ বিশ্বের ১১১টি দেশ আমন্ত্রণ পেয়েছে। কিন্তু বাংলাদেশ এবারও আমন্ত্রণ পায়নি। এ ছাড়া দুর্নীতির ধারণা সূচকে আমাদের আরও এক ধাপ অবনতি হয়েছে। গত ১৪ বছর ধরে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুট করছে।

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, জিল্লুর আহমেদ চৌধুরী, মোমিনুল ইসলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লা কাওসার প্রমুখ।