দ্য রিপোর্ট প্রতিবেদক: এই সরকারের পতন না ঘটিয়ে বিএনপি থামবে না ব‌লে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চ-র আয়োজনে গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সকল রাজবন্দির মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

 

বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, বর্তমানে সারাদেশের জনগণ একদিকে আর আওয়ামী লীগ একদিকে। বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে এটা কি বাংলাদেশের মানুষ ঠিক করবে নাকি প্রতিবেশী রাষ্ট্র ঠিক করবে?

তি‌নি ব‌লেন, জনগ‌ণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভোটের আগে দেশে এসে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আরেক দেশের গোলামী করার জন্য না।

তি‌নি আরও ব‌লেন, আগামী নির্বাচনে ধোঁকা দেওয়া যাবে না। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। খারাপ হয়েছে তখনই, যখন এদেশের অর্থ সব লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে।

তি‌নি ব‌লেন, আগামীতে যদি জোর করে ক্ষমতায় যেতে চান ওই নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।