দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহযোগিতায় জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সাড়ে চার মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) রোহিঙ্গাদের সহযোগিতার উদ্দেশ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের নিজ নিজ সংস্থার পক্ষে একটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমরা রোহিঙ্গা শরনার্থীদের টেকসই প্রত্যাবাসনের জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক অংশীদারদের সহযোগিতা করে যাবো।

উল্লেখ্য, কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন পণ্যের প্রবেশাধিকার এবং স্বাস্থ্য সেবায় অব্যাহতভাবে ওয়াশ ফ্যাসিলিটিজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। ভাষাণ চরে জাপানের এই অনুদান দিয়ে ইউএনএইচসিআরসি রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহ কার্যক্রম বাড়া